April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজন হত্যা মামলার চার্জশিট ৭২ ঘণ্টার মধ্যে

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটের চাঞ্চল্যকর সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের এক অনুষ্ঠান শেষে বুধবার তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এর আগেও গত ২৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আইনমন্ত্রী বলেছিলেন ৩-৪ দিনের মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে।

আনিসুল হক বলেন, এ মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম পলাতক থাকায় চার্জশিট দিতে দেরি হচ্ছিল। কিন্তু আমি সংশ্লিষ্টদের বলেছি, আসামি পলাতক থাকলেও বিচার শুরু করতে বাধা নেই। আমার মনে হয় আগামী ৭২ ঘন্টার মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট দেখতে পাবেন।

চার্জশিট দাখিলের পর এ মামলার পলাতক আসামী কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে কোনো আইনগত বাধা নেই বলেও জানান মন্ত্রী।

আজ বেলা ১১টার দিকে  সোনারগাঁও হোটেলের মেঘনা হলে ‘রেজিস্ট্রেশন ম্যানুয়াল’-এর মোড়ক উন্মোচন  করেন আইনমন্ত্রী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বছরে প্রায় ৪০-৫০ লাখ দলিল নিবন্ধিত হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

Print Friendly, PDF & Email