April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উন্নত চিকিৎসার্থে নিউইয়র্কের পথে ফখরুল

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।

সিঙ্গাপুরের সময় রাত ১১টায় নিউইয়র্কের পথে রওয়ানা হন তিনি।

সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রার প্রাক্কালে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘‘চিকিৎসার জন্য নিউইয়র্কে যাচ্ছি। আমি কিছুক্ষণ পরই বিমান উঠব। নিউইয়র্কের কাছেই কর্নেল হসপিটালে ডাক্তারের কাছে বৃহস্পতিবার সকালে অ্যাপোয়েন্টমেন্ট করা হয়েছে।’’

ফখরুল বলেন, ‘‘সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শক্রমে আমি চিকিৎসা নিতে নিউইয়র্ক যাচ্ছি। আমি দেশবাসীসহ দলের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকের কাছে দোয়া চাইছি, যাতে সুস্থ হয়ে দেশ ফিরতে পারি।’’

ইন্টারনাল ক্যারোটি আর্টারিতে ব্লকে আক্রান্ত মির্জা ফখরুল চিকিৎসার জন্য গত ২৭ জুলাই সিঙ্গাপুর যান। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার ক্যারোটিভ আর্টারির ব্লকের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।

দেশে ক্যারোটিভ আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছয় মাস ধরে কারাবন্দি থাকা ফখরুলকে বিদেশে যেতে জামিন দেন।

জানুয়ারি থেকে শুরু হওয়া সরকার বিরোধী তিন মাসের আন্দোলনের প্রথমেই ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতার করে। তাকে নাশকতার কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিজের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে ফখরুল বলেন, ‘‘আমার ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে দুটি জায়গায় ব্লক সৃষ্টি হয়েছে, এটা খুবই জটিল। আমি তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছি। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন।’’

অস্ত্রোপচার করতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ক্যারোটিভ আর্টারির ব্লক অপসারণে অস্ত্রোপচার খুবই জটিল একটি সার্জারি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমি যুক্তরাষ্ট্র যাচ্ছি। সেখানে ডাক্তারের অ্যপোয়েন্টমেন্ট করেছি। দোয়া করবেন। ’’

গত ৬ আগস্ট বড় মেয়ে অধ্যাপক সামারু মির্জা স্বামী ও কন্যাকে নিয়ে বাবাকে দেখতে সিঙ্গাপুরে যান।

Print Friendly, PDF & Email