April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুই দফা পিছিয়ে অবশেষে দেশে ফিরছে ১৫৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত পতাকা বৈঠক প্রাকৃতিক দুর্যোগের কারনে দুই দফা পিছিয়ে অবশেষে সোমবার ফেরত আসছে মায়ানমারে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ এর অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি রোববার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার মায়ানমারের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠকের পর তাদের ফেরত আনা হবে।

এর আগে ৩০ জুলাই ও ৫ আগস্ট ওই ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়।

বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মায়ানমারের নৌবাহিনী ৭২৭ জনকে উদ্ধার করে।পরে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় গত ২২ জুলাই ১৬০ বাংলাদেশিকে ফেরত পাঠায় মায়ানমার। এরপর দ্বিতীয় দফায় সনাক্ত হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় দেশটি।

Print Friendly, PDF & Email