May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ববি হাজ্জাজ আবারো এরশাদের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আবারো ববি হাজ্জাজকে নিজের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী হওয়ায় চলতি বছরের ২২ মার্চ মুসা বিন শমসের পুত্র ববিকে অব্যাহতি দেওয়া হয়। ৪ মাস না পেরুতেই ববিকে পদ ফিরিয়ে দিলেন এরশাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা পদে পুনর্বহাল করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই নিয়োগ দিয়েছেন।

২০১৩ সালের ৩ ডিসেম্বর এরশাদ ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ১৩ ডিসেম্বর `চিকিৎসার` জন্য এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় র্যাব। দলের প্রধানের `অনুপস্থিতিতে` মুখপাত্রের দায়িত্ব পালন করেন ববি হাজ্জাজ। ১৫ ডিসেম্বর র্যাব তাকে যুক্তরাজ্য `পাঠিয়ে` দেয় বলে অভিযোগ করে আসছেন ববি হাজ্জাজ।

পদ ফিরে পাওয়ার সত্যতা নিশ্চিত করে ববি হাজ্জাজ বলেন, `হুসেইন মুহম্মদ আমার রাজনীতির অভিভাবক। কিছু কারণে আমাকে ভুল বুঝেছিলেন। ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। তিনি আমাকে আবারো দলের  জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। সুযোগ কাজে লাগাতে চাই।`

Print Friendly, PDF & Email