April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চলে গেলেন ফরিদা ইয়াসমিন

বিনোদন প্রতিবেদক : ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি গোয়েন্দা গল্প ‘মাসুদ রানা’র স্রষ্টা-সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের স্ত্রী এবং স্বনামধন্য সংগীতশিল্পী নিলুফার ইয়াসমিন ও সাবিনা ইয়াসমিনের বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে দুই সপ্তাহ আগে ঐ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা গেছে, ফরিদার মরদেহ আজ বারডেম হিমঘরে রাখা হবে। রোববার সেগুনবাগিচার বাসায় নেওয়ার পর জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ফরিদা ইয়াসমিন যখন দুর্গাপ্রসাদ রায়ের কাছে গান শিখতেন, তখন ছোট্ট সাবিনাও উপস্থিত থাকতেন। ছোট বোনকে গানের ব্যাপারে সবসময় উৎসাহ দিয়েছেন তিনি। কয়েক বছর আগে সর্বশেষ ফরিদার গাওয়া গান নিয়ে বাজারে আসে একটি অ্যালবাম।

Print Friendly, PDF & Email