May 17, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ব্লগার হত্যায় অ্যামনেস্টির উদ্বেগ

ডেস্ক প্রতিবেদনঃ ঢাকায় নিজ ফ্ল্যাটে ব্লগার নিলয় নীল হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল বলেছেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার এখানেই শেষ হওয়া দরকার। বাকস্বাধীনতার ক্ষেত্রে ভীতি ছড়াতেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

রাজধানী ঢাকায় শুক্রবার দিনদুপুরে ব্লগার নিলয় নীলকে হত্যার পরপরই এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে এ্যামেনেস্টি।

এছাড়া, ব্লগার নিলয়ের হত্যাকারীদের উপযুক্ত বিচারে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। ‘এ ধরনের হত্যাকাণ্ড সহ্য করা হবে না’ বলে হত্যাকারীদের উদ্দেশে শক্ত বার্তা পাঠানোরও আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি।

এ্যামেনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ডেভিড গ্রিফিথস বলেন, স্বাধীনভাবে মত প্রকাশের কারণে কাউকে হত্যা করা হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। তিনি সরকারকে এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email