April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আপিল করবেন খালেদা

আদালত প্রতিবেদক : গ্যাটকো মামলা বিষয়ে রিট আবেদনের হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রায় ঘোষণার পর খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রসঙ্গত, গ্যাটকো দুর্নীতি মামলা দায়েরের বৈধতা ও দুদক আইনের ধারা, বিধিমালা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুমাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন দেওয়া হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, আমরা এ রায়ের বিরদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করে প্রতিকার পাব।

‘বলা হয় আইনের চোখে সবাই সমান’ এমন উক্তি করে তিনি বলেন, একই সময়ে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ হয়ে যায় আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সচল করা হয়। তাহলে কি আইনের চোখে সবাই সমান?

খন্দকার মাহবুব বলেন, শেখ হাসিনার মামলায় এক রকম আর খালেদা জিয়ার মামলায় অন্য রকম রায়। তিনি বলেন, নাইকো ও গ্যাটকো দুর্নীতির দুই মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে চলতে পারে না।

সরকার পরিবর্তন হলে তাদেরকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন এই আইনজীবী।

Print Friendly, PDF & Email