April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজনৈতিক দলের আয়-ব্যয় হিসাব দেয়ার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদকঃ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেয়ার সময় একমাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ এ কথা জানিয়েছেন।

সোমবার নিজ কার্যালয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। বেশকিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের হিসাব জমা দিয়েছে। আবার কিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে। তাদের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।’

যেসব দল সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আয়-ব্যয়ের বিবরণী জমা দেয়নি বা ইসিতে সময় বাড়ানোরও আবেদন করেনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শাহনেওয়াজ।

পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব না দিলে সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনের, এ বিষয়টিও মনে করিয়ে দেন তিনি।

এরআগে নির্বাচন কমিশন আয়-ব্যয়ের সময় দেয়ার জন্য আওয়ামী লীগকে ৩১ আগস্ট পর্যন্ত সময় দেয় বলে ইসি সূত্রে জানা যায়। এরপর আজ কমিশন বৈঠক করে বিএনপিসহ অন্য দলগুলোকেও হিসাব জমা দেয়ার জন্য এক মাস সময় দিল।

গত বছরও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কটি দলের আবেদনের ভিত্তিতে হিসাব দেয়ার জন্য এক মাস সময় দিয়েছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। এ পর্যন্ত ২৫ টি রাজনৈতিক দল তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ইসিতে। নয়টি দল হিসাব জমা দেয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে। ছয়টি দল আবেদনও করেনি বা হিসাবও জমা দেয়নি বলে ইসি সূত্রে জানা যায়।

সময় বৃদ্ধির আবেদন করেছে যে দলগুলো- ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদশে মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

Print Friendly, PDF & Email