April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কোমেনের কারনে ১৫৯ বাংলাদেশি ফিরবে ৫ আগষ্ট

নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি নাগরিককে ৫ আগস্ট দেশে ফেরত আনা হবে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০ জুলাই বৃহস্পতিবার তাদের ফেরত আনার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫ আগস্ট বুধবার তাদের ফেরত আনা হবে বলে জানান তিনি।

এর আগে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ জন বাংলাদেশীকে বিরূপ আবহাওয়ার কারণে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানায় বিজিবি।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার এমএম আনিসুর রহমান জানিয়েছেন, ‘গতকাল সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের ঢেকিবুনিয়ায় বিজিবি ও মিয়ানমারের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে।’

গত মে মাসে সমুদ্র পথে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার সময় বিপুল সংখ্যক বাংলাদেশীকে আটক করে মিয়ানমার। এদের মধ্যে প্রায় সাড়ে তিনশোর মতো বাংলাদেশীকে তিন দফায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

Print Friendly, PDF & Email