April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মামলাজট কমা‌তে ডিসিদের তৎপর হওয়ার নি‌র্দেশ আইনমন্ত্রীর

জ্যেষ্ঠ্য প্রতিবেদক : মামলাজট কমা‌তে জেলা প্রশাসক‌দের তৎপর হওয়ার নি‌দের্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্প‌তিবার দুপুর জেলা প্রশাসক (ডিসি) স‌ম্মেল‌নের তৃতীয় দি‌নে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণাল‌য়ের বৈঠক শে‌ষে সাংবাদিকদের এ নির্দেশের কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, মামলাজট কমাতে সরকা‌রের উ‌দ্যো‌গের ব্যাপা‌রে মানুষ‌কে উৎসা‌হিত করার জন্য পদ‌ক্ষেপ নেওয়ার অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে ডিসিদের।

তিনি বলেন, লিগ্যাল এইড কাজ পরিচালনায় জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছি। লিগ্যাল এইড জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

মোবাইল কোর্টে সাজাপপ্রাপ্তরা সহজেই বেরিয়ে যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পর্যায়ে একজন অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটরকে সহযোগিতা করতে বলা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের বলেছি, সাব রেজিস্ট্রার অফিসে বালাম বই সংকট রয়েছে, ফলে দলিল সরবরাহ ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে সারাদেশে ১ লাখ ৯৫ হাজার বালাম বই বিতরণ করা হয়েছে।প্রয়োজন ৩ লাখ ৫০ হাজার।  বাকি বালাম বই এ বছরের মধ্যে পৌঁছে যাবে।

Print Friendly, PDF & Email