April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘কোমেন’ মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: মায়া

নিজস্ব প্রতিবেদক : উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় কোমেনসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। সবার সহযোগিতায় মানুষের জানমাল রক্ষা করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ মোকাবিলায় জরুরি আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় সার্বক্ষিণক যোগাযোগ অব্যাহত রয়েছে। ঘুর্ণিঝড় আঘাত হানতে পারে এমন ১৩টি জেলার জনমাধারণকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এসব এলাকায় জনগণের জানমাল রক্ষায় সরকার প্রয়োজনীয় সব দপক্ষেপ নিয়েছে।

মন্ত্রী বলেন, ৭ নম্বর বিপদ সংকেতের পর ওই এলাকায় মানুষেকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, চাল-ডালের ব্যবস্থা করেছি। খাবার, টাকা ও চিকিৎসার অভাব হবে না।

তিনি বলেন, ওই এলাকার স্কুল বন্ধ করে দিয়ে ২৮৮টি আশ্রয় কেন্দ্রে দুই-তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছে, কোনো মানুষ ঘরে নেই। সতর্ক সংকেতের পরই সাইরেন বাজিয়ে এলার্ট করে তাদের নিয়ে আসা হয়েছে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রতি ঘণ্টায় খোঁজ-খবর রাখছেন। সকালে কক্সবাজারের ডিসিকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। শুকনা খাবার সরবরাহ করা হয়েছে। প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। এছাড়া বিজিবিসহ স্বেচ্ছাসেবক সবাই কাজ করছে।

মায়া বলেন, ৭ নম্বর সংকেতের পর সেন্টমার্টিনে গাছে চাপা পড়ে একজন মারা গেছে। বাংলাদেশ পীর-আওলিয়ার দেশ, ক্ষয়ক্ষতি হবে বলে বিশ্বাস করি না। তবে যেকোনো দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুতি রয়েছি। সবাই মিলে মোকাবিলা করব। খাদ্য, জনবল, অর্থ ও মনোবলের অভাব নেই।

Print Friendly, PDF & Email