April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আয়-ব্যয়ের হিসাব জমা দিতে সময় চেয়েছে বিএনপি

ডেস্ক  প্রতিবেদনঃ রাজনৈতিক দল হিসেবে আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও হিসাব জমা দিতে অতিরিক্ত সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে।

মঙ্গলবার সকাল ১১টার পর বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে দলের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর সময় বাড়ানোর এই আবেদন করেন।

আসাদুল করিম শাহীন বলেন,‘আমরা আইন অনুসারে ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছি। বিএনপির পক্ষে আরও দেড় মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছি আমরা।’

তিনি জানান,‘সিইসি ও সচিব না থাকায় তাদের পক্ষে অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বিএনপির আবেদনপত্রটি গ্রহণ করেন।’

ইসি সূত্র জানায়, গত ২৬ জুলাই আওয়ামী লীগের পক্ষ থেকেও আয়-ব্যয়ের হিসাব জমা দিতে অতিরিক্ত এক মাসের সময় চেয়ে কমিশনে আবেদন করা হয়।

গত ১৭ জুন দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল ইসি।

আইন অনুযায়ী,দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। তবে পরপর তিন বছর কোনও দল হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। বাসস।

Print Friendly, PDF & Email