May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নুরুজ্জামান ফিরোজের ৩টি ছড়া

ঈদের ভালবাসা

বছর শেষে ঈদ এসেছে
খুশির ডানায় ভর করে,
হারিয়ে যাওয়া বন্ধুকে আজ
রাখিস না কেউ পর করে।

আজকে হবে কোলাকুলি
মনের কথা খোলাখুলি
দুখের অবসান,
হিংসা-বিভেদ ভুলেই হবে
নতুন দিনের গান।

আজকে খুশির বাঁধভাঙা ঢেউ
উছলে ওঠে নন্দনে,
ধনী-গরীব এক হবো আজ
ভালবাসার বন্ধনে।

থাকবোনা কেউ রাগ করে
দু:খ নেবো ভাগ করে
হাসবো সুখের হাসি,
ঈদের খুশি মানেই হলো
ভালবাসাবাসি।

ঈদ এসেছে নীদ ভেঙেছে
নতুন দিনের ডাক দিয়ে,
ঈদ উদযাপণ করবো সবাই
দু:খিজনে ভাগ দিয়ে।

থাকবোনা কেউ গোমরা মুখে
সারা বছর কাটবে সুখে
এমনই প্রত্যাশা,
জানিয়ে দিলাম সবার কাছে
ঈদের ভালবাসা।

 

ঝাল ছড়া

সব স্বাদ বরবাদ
সব আশা ফিকে আজ,
হাসি মুখে তবু চাঁদ
পশ্চিম দিকে আজ।

সব মন সারাক্ষণ
ভেঙে হয় চুরমার,
বেদনাকাতর চোখে
সুখ দোলে শুরমা’র।

সব কথা বলা শেষ
সব মুখ ভাষাহীন,
হাজারো মানুষ আজ
রয় ভালবাসাহীন।

সব ব্যথা একসাথে
অন্তরে দাঁগ দেয়,
কত জনে সুখ সয়
কেউকি তা ভাগ দেয় ?

এসো আজ বাদ দেই
যত সুখ-সম্ভোগ,
ব্যথিতের কথা ভেবে
করি কিছু কম ভোগ।

 

ফিমেরিক – ৩১

শামীল হবো এক জামাতে বুক মেলাবো ঈদগাহে,
তাধিন তালে নাচছে মন আজ আনন্দেরই গীত গাহে।
সেমাই পায়েশ কোর্মাতে
ঈদের দিনে ভোর মাতে,
সারা জীবন থাকুক এমন আনন্দ গান হৃদ গাহে।

Print Friendly, PDF & Email