April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির থাবা

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে বৃষ্টি হানা দিয়েছে।

বুধবার বাংলাদেশের প্রথম ইনিংসের ৬৬.৫ ওভারে বৃষ্টি শুরু হয়। ফলে তৎক্ষণাৎ খেলা বন্ধ করে দেওয়া হয়। আর কাভার দিয়ে উইকেট ঢেকে দেওয়া হয়। এরপর খেলোয়াড়রা দ্রুত মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন।

খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৬৬.৫ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। তখন ছয় উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৭০ রান পিছিয়ে টাইগাররা।

এর আগে বাংলাদেশ টেস্টের প্রথম দিনের বিনা উইকেটে সংগ্রহ করা ৭ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের প্রথম সেশনে ইমরুল কায়েস ও মুমিনুল হকের উইকেট হারায়। খেলা বন্ধ হওয়ার আগে দিনের দ্বিতীয় সেশনেও দুটি উইকেট হারায় স্বাগতিকরা। আউট হন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৮৩.৪ ওভার ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয়। বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান একাই চারটি উইকেট শিকার করেন। তিনটি উইকেট পান জুবায়ের হোসেন লিখন।

Print Friendly, PDF & Email