May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মঙ্গলবারই মন্ত্রীসভায় রদবদল!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আসছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে সরকারের পক্ষ থেকে কোন কিছু নিশ্চিত করা হয়নি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মন্ত্রীসভায় কমপক্ষে সাতজন নতুন দায়িত্ব পাচ্ছেন। মঙ্গলবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হবে বলেও খবর প্রচারিত হচ্ছে। তবে মন্ত্রীসভার নতুন মুখ কারা হচ্ছেন তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে ঐ সংবাদমাধ্যমগুলো।

তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে যাদের নাম এসেছে তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলেন ড. হাছান মাহমুদ, নুরুল ইসলাম বিএসসি, ডা. দীপু মনি, ড. আব্দুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম, তারানা হালিম।

মন্ত্রীপরিষদ বিভাগ থেকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে তাদের ফোন করা হয়েছে বলেও কোন কোন সংবাদমাধ্যম খবর প্রচার করেছে।

গেলো ৯ই জুলাই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দফতরবিহীন মন্ত্রী করা হয়। তাঁর জায়গায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দেয়া হয়। তারপর থেকেই মন্ত্রীসভায় রদবদলের গুঞ্জন ওঠে।

এ দফায় মন্ত্রীসভায় রদবদল হলে আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদে দ্বিতীয় দফা রদবদল।

Print Friendly, PDF & Email