May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শীর্ষে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারলেও ফিফা র‌্যাংকিংয়ে শ্রেষ্ঠত্ব পেল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও বেলজিয়ামকে পেছনে ফেলে প্রায় আট বছর বাদে আবারও সবার সেরা আলবেসেলেস্তেরা। বৃহস্পতিবার ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে আগের পঞ্চম স্থান থেকে এক ধাপ পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

চার ধাপ লাফ দিয়ে সেরা দশে ঢুকে পড়েছে রোমানিয়া (৮ম)। ছয় ধাপ লাফ দিয়ে নয় নম্বরে ইংল্যান্ড, ১২ ধাপ লাফ দিয়ে গ্যারেথ বেলের ওয়েলশ ১০ নম্বরে। দুই ধাপ নিচে নেমে গিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন (১২তম), পাঁচ ধাপ নিচে নেমে উরুগুয়ে ১৩তম, আর ১৩ ধাপ নিচে নেমে ফ্রান্স এখন ২২তম।

ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৯তম। সাফ অঞ্চলে লাল-সবুজ পতাকাধারীদের অবস্থান চতুর্থ। যারা আগের অবস্থান থেকে তিন ধাপ নিচে নেমে গেছে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে সবার সেরা আফগানিস্তান (১৩৪)। এরপর ভারত ১৫৬তম, ভুটান ১৬৬তম, পাকিস্তান ১৭২তম, মালদ্বীপ ১৭৬তম, শ্রীলঙ্কা ১৮৩তম এবং নেপাল ১৮৫তম।

র‌্যাংকিংয়ে সবার সেরা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৪৭৩, দ্বিতীয় স্থানে থাকা জার্মানির ১৪১১, তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের ১২৪৪, চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার ১২১৭, পঞ্চম স্থানে থাকা নেদারল্যান্ডসের ১২০৪ ও ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের ১১৮৬। বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৫।

র‌্যাংকিংয়ের সেরা দশটি দল:

১. আর্জেন্টিনা, ২. জার্মানি, ৩. বেলজিয়াম, ৪. কলম্বিয়া, ৫. নেদারল্যান্ডস, ৬. ব্রাজিল, ৭. পর্তুগাল, ৮. রোমানিয়া, ৯, ইংল্যান্ড, ১০. ওয়েলশ।

Print Friendly, PDF & Email