April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শনিবার পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে

অর্থনৈতিক প্রতিবেদক : তৈরি পোশাক শিল্প শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও ভাতাদি পরিশোধের সুবিধার্থে বিজিএমই’র অনুরোধে ১১ জুলাই (শনিবার) দেশের তৈরী পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরী পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকাগুলোর কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল-ফিতর এর পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ছুটির দিনটিতে ব্যাংকের শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। আর ঐদিন শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অফিস কার্যে যোগদানকারী ব্যাংক কর্মকর্তাদের যুক্তিসংগত ভাতাও প্রদান করতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email