May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিমানের চেয়ে মোটরসাইকেলের ভাড়া বেশি মক্কায়!

বিদেশ ডেস্ক : মোটরসাইকেলে যাত্রা যেমনটা আনন্দের, সময়ের অপচয় রোধেও বিশেষ গুরুত্ব বহন করে দ্রুতগামী এই বাহনটি। কিন্তু, বিমানের টিকেটের চেয়েও যদি বেশি হয় মোটরসাইকেল ভাড়া। তখন তো আকাশ ভেঙ্গে মাথায় পড়ার কথা। তবে ঠিক এমনটাই চলছে সৌদি আরবের মক্কায়।

মঙ্গলবার আরব নিউজ এ খবর জানায়। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে পবিত্র কাবা শরীফে যাতায়াতের জন্য মোটরসাইকেল ভ্রমণেই সবচেয়ে বেশি সহজ ও স্বাচ্ছন্দবোধ করছেন যাত্রীরা। সরকারি যানবাহন থাকা স্বত্ত্বেও ওমরাহ পালন করতে আসা যাত্রীরা ঝামেলা এড়াতে মোটরসাইকেলকেই বেছে নিচ্ছেন। মোটরসাইকেল মালিকরাও এই সুযোগকে কাজে লাগাচ্ছে এবং বেশি ভাড়া হাকাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১০ রমজান থেকে বাহনটিতে সবচেয়ে বেশি ভাড়া বাড়ানো হয়। এ ভাড়া এত বেশি যে, ৫ কিলোমিটার রাস্তা যাতায়াতে ৫০০ রিয়েল গুণতে হয় যাত্রীদের; যেখানে একই পথ যেতে বিমান ভাড়া লাগে ৩০০ রিয়েল।

মোটরসাইকেল চালক ইমরান আল জিয়াদী বলেন, “বছরের এই সময়টাতেই আমরা বেশি আয় করার সুযোগ পাই। এ যাত্রা বিপদজনক ও ঝুঁকিপূর্ণ জেনেও যাত্রীরা মোটরসাইকেলে চড়তে বেশি পছন্দ করেন।”

Print Friendly, PDF & Email