April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৩৮ রানেই শেষ পাকিস্তান

কলম্বো টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে মহাবিপদে পড়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ৪২.৫ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়েছে মিসবাহ উল হক বাহিনী। এদিন পি সারা ওভালে টস জিতে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী দলটি। থারিন্ডু কুশলের স্পিন বিষ ও ধামিকা প্রসাদের বোলিং তোপে ৫০ ওভার না খেলতেই গুটিয়ে যায় পাকরা।

কুশল ১০.৫ ওভার বল করে ৪২ রানের বিনিময়ে শ্রীলঙ্কার পক্ষে পাঁচটি উইকেট শিকার করেন। তিনটি উইকেট পেয়েছেন প্রসাদ। পাকিস্তানের চারজন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের ডিজিটে পৌঁছান। তারা হলেন মোহাম্মদ হাফিজ, আজহার আলি, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ। সর্বোচ্চ ৪২ রান করেন হাফিজ। আহমেদ শেহজাদ (১), ইউনিস খান (৬), মিসবাহ উল হক (৭) ও আসাদ শফিক (২) প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন।

এর আগে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে নাটকীয়ভাবে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। ওই ম্যাচে সফরকারীদের হয়ে দুরন্ত বোলিং করেছিলেন স্পিনার ইয়াসির শাহ।

Print Friendly, PDF & Email