May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দেশে কমেছে বিদেশি বিনিয়োগ

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে ২০১৪ সালে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ আগের বছরের তুলনায় ৪ দশমিক ৭৪ শতাংশ কমেছে।

জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে বাংলাদেশে নিট ১৫২ কোটি ৬৭ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা ২০১৩ সালে ছিল ১৫৯ কোটি ৯১ লাখ ডলার।

বাংলাদেশে বিনিয়োগ বোর্ড বুধবার ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৫’ শিরোনামে এই প্রতিবেদন প্রকাশ করে।

ঢাকার দিলকুশায় জীবন বীমা ভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনিীতির অধ্যাপক এম ইসমাইল হোসেন এই প্রতিবেদনের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, ২০১৪ সালে সবচেয়ে বেশি, ৭২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলারের বিনিয়োগ এসেছে ‘ম্যানুফ্যাকচারিং’ খাতে।

এরপরেই রয়েছে ‘ট্রেড অ্যান্ড কমার্স’ খাতের বিনিয়োগ। এ খাতে ৩৬ কোটি ৬৭ লাখ ডলারের বিনিয়োগ হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এছাড়া ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন খাতে এসেছে ২৩ কোটি ৫০ লাখ ডলারের বিনিয়োগ।

একক খাত হিসেবে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে বস্ত্র ও পোশাক খাতে, যা পরিমাণ ৩৯ কোটি ৯ লাখ ২০ হাজার ডলার।এরপরেই রয়েছে ব্যাংকিং খাতের ৩১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের বিনিয়োগ।

Print Friendly, PDF & Email