April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৭২৪ কোটি টাকার ফসল খেয়েছে ইঁদুর

সংসদ প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরে ইঁদুর কর্তৃক ধান ফসলের ক্ষতির পরিমান প্রায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা। এসময় তিনি বলেন, ইঁদুর ২০১৪-১৫ অর্থ বছরে সর্বমোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি করেছে।

রোববার সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এসময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

মতিয়া চৌধুরী বলেন, চালের ক্ষতির পরিমান প্রায় ৬২ হাজার ৭৬৪ মে. টন। যার  বর্তমান বাজার মূল্য ২০০ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা।

তিনি বলেন, এছাড়া ইঁদুর কতৃক গম ফসলের ক্ষতির পরিমান প্রায় ২৯ হাজার ৬৬০ মে. টন। যার বাজার মূল্য প্রায় ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। ইঁদুর কতৃক ২০১৪-১৫ অর্থ বছরে সর্বমোট ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি করেছে বলে জানান তিনি।

মহিলা আসন-২৩ আসনের এমপি পিনু খানের অপর এক লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন,   দেশে বর্তমান মৌসুমে (২০১৪-১৫ ) ৬৯ হাজার ৪০৩ মে. টন বীজতুলা হতে ১ লাখ ৫২ হাজার ৫৩৪ বেল আশ তুলা উৎপন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বস্ত্র উৎপাদনকারী দেশ। উৎপাদিত তুলা দেশের বর্তমান চাহিদার ২-০৩ ভাগ মেটাতে সক্ষম।

Print Friendly, PDF & Email