April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাফরুল্লাহ চৌধুরীর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

আদালত প্রতিবেদক : গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। রোববার ট্রাইব্যুনাল-২ পরোয়ানাটি প্রত্যাহার করেন।

এর আগে রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে জরিমানার ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের নথি দাখিল করে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন জাফরুল্লাহ চৌধুরী।

বিচার মেনে জরিমানা না দেওয়ায় গত ১৮ জুন ট্রাইব্যুনাল-২ জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেফতারে ওই পরোয়ানা জারি করেছিলেন।

অবশ্য এর আগেই ট্রাইব্যুনালের দেওয়া জরিমানার আদেশ স্থগিত করে দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়ায় জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার শাস্তিসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়, এক সপ্তাহের মধ্যে জরিমানা না দিলে তাকে একমাস জেল খাটতে হবে।

ওই রায়ের ছয় দিন পর ১০ জুন জাফরুল্লাহ চেম্বার আদালতে একটি আবেদন করেন। শুনানি শেষে চেম্বার বিচারক ট্রাইব্যুনালের দেওয়া জরিমানার আদেশ ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে দেন।

Print Friendly, PDF & Email