April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ বিশ্ব সংগীত দিবস

বিনোদন প্রতিবেদক : আজ (২১ জুন) বিশ্ব সংগীত দিবস। বাংলাদেশসহ বিশ্বের ১০৮টি দেশে এ দিবসটি পালন করা হয়। দিবসটির উদ্ভব হয় ফ্রান্সে। বহু বছর ধরে চলে আসা দেশটির ঐতিহ্যবাহী এ মিউজিক উৎসব ১৯৮২ সালে এসে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে রূপ নেয়। আর বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় এ দিনটি পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এ দিবসটিকে গুরুত্বের সঙ্গে পালন করা হয়। শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে রোজার কারণে অন্য বছরের তুলনায় এবারের আয়োজন বেশ স্বল্প পরিসরে। এরমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের যৌথ আয়োজনে একাডেমীর সেমিনার হলে বিশেষ আয়োজন করা হয়েছে। বিকাল ৪টায় থাকবে উদ্বোধনী সংগীত। এরপর সেমিনার।

বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, রমজানের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী মাহমুদ সেলিম। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক করুণাময় গোস্বামী।

প্রসঙ্গত, সংগীতের সার্বজনীন রূপকে আন্তর্জাতিকভাবে বরণ করতেই ২১ জুন পালন করা হয় বিশ্ব সংগীত দিবস।

Print Friendly, PDF & Email