May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রিভিউ করবেন মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার মুজাহিদের আপিলের রায় ঘোষণার পর তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মৃত্যুদণ্ড দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ এ মামলায় ছিল না। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে ১৫ দিনের মধ্যে আমরা রিভিউ আবেদন করব।”

এসময় সর্বোচ্চ আদালত আপিল আবেদন ‘আংশিকভাবে মঞ্জুর’ করেছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। রায়ে প্রসিকিউশনের আনা ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখা হয়েছে। প্রথম অভিযোগে মুজাহিদকে খালাস দেওয়া হয়। ওই অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

Print Friendly, PDF & Email