April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নাশকতার মামলায় কারাগারে পাপিয়া

নিজস্ব প্রতিবেদক : নাশকতার নয় মামলায় আত্মসমর্পণের পর বিএনপিদলীয় সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চলতি বছরের প্রথম তিন মাসে ২০ দলের হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই হাইকোর্টের জামিনে ছিলেন পাপিয়া।

জামিনের মেয়াদ শেষে ১৬ জুন মঙ্গলবার বিকেলে পাপিয়া পল্টন থানার পাঁচটি, মিরপুরের তিনটি এবং লালবাগের একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, মারুফ হোসেন, মাহবুবুর রহমান পৃথক আদেশে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাপিয়ার পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বারের সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের নেতা কাজী মজিবুল্লাহ হিরু ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার।

Print Friendly, PDF & Email