April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তথ্যমন্ত্রী ও ঢাবি ভিসিসহ ২৫জনকে হত্যার হুমকি!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এএমএস আরেফিন সিদ্দিকীসহ ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম ১৩-এর  নামে এই চিঠি পাঠানো হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ঢাবি উপাচার্যের কার্যালয় এই চিঠি গ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এমএ আলী বাংলা ট্রিবিউনকে এই চিঠির কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ইতোমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, তথ্যমন্ত্রীসহ ২৫জনকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম হুমকি দিয়েছে বলে তারা জেনেছেন।

এ ছাড়া শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, এরই মধ্যে তারা এই জিডি নিয়ে তদন্ত শুরু করেছেন।

হুমকির তালিকায় থাকা অন্যান্য ব্যক্তিরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় কথা সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার,গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুরুল আহসান বুলবুল ও সঙ্গীতা ইমাম, একাত্তর টিভির উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালেয়র উপাচার্যসহ ১১ জনকে হত্যার হুমকি দিয়ে আনসারুল্লাহ বাংলা টিম এর চিঠি এসেছিল।  এরপর একই সংগঠনের নাম লেখা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ সাতজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়।

উল্লেখ্য, আনসারুল্লাহ বাংলা টিম -৭ অভিজিৎ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল।

Print Friendly, PDF & Email