May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘আমরা ন্যায়বিচার পাইনি’

নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগে ন্যায়বিচার পননি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর।

মঙ্গলবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখার আদেশ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপিল বিভাগে আমরা ন্যায়বিচার পাইনি। পরবর্তী করণীয় আইনজীবীরা ঠিক করবেন।’

মাবরুর বলেন, ‘যে অভিযোগে আমার বাবাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি, তিনি কখন, কোথায় এবং কোন বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন। এমনকি কোনো বুদ্ধিজীবীর সন্তানেরাও ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।’

মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

Print Friendly, PDF & Email