April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল নিয়োগ

আদালত প্রতিবদেক : সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামকে রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি দেশের সর্বোচ্চ আদালতের এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। তিনি বলেন, “নিয়োগপত্র পেয়েই কাজে যোগ দিয়েছি।”

এতোদিন সুপ্রিম কোর্টের দুই বিভাগের দাপ্তরিক কর্মকাণ্ড দেখভালের জন্য রেজিস্ট্রারের একটি পদ ছিল। এখন থেকে সুপ্রিমকোর্টে দুইজন রেজিস্ট্রার জেনারেল ও রেজিস্ট্রার থাকবেন।

উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে উচ্চ আদালতের প্রশাসনিক কাজে গতি আনতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাই কোর্ট ও আপিলবিভাগের জন্য আলাদা নিবন্ধক এবং রেজিস্ট্রার জেনারেলসহ কয়েকটি পদে লোকবল চেয়ে একটি প্রস্তাব করেন। সে প্রস্তাব অনুযায়ীই আইনমন্ত্রণালয় থেকে এটি অনুমোদন করে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংকেত পাওয়ার পর আইন মন্ত্রালয়ের পক্ষ থেকে ১ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়।

Print Friendly, PDF & Email