April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোরে তার মৃত্যু হয়। জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মিরজান শেখের ছেলে।

জাহাঙ্গীরের চাচা ইউনুচ আলী বলেন, “রোববার রাতে তার ভাতিজাসহ কয়েকজন ভারতে গরু আনতে যায়। ফেরার পথে জাহাঙ্গীর বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ তাকে নির্যাতন করে মহেশপুরের ইছামতি নদীপাড়ে ফেলে রেখে যায়। সেখান থেকে সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার পথেই জাহাঙ্গীর মারা যায়।”

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন বলেন, “নিহতের স্বজনের কাছ থেকে আমি শুনেছি ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হন জাহাঙ্গীর। এরপরই তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বলেন, “বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার ৮-১০ কিলোমিটারের ভেতর কোনো হত্যাকাণ্ড ঘটেনি।”

Print Friendly, PDF & Email