April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কুষ্টিয়ায় হত্যার মামলায় ১ ব্যক্তির ফাঁসির আদেশ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিউটি পার্লার ব্যবসায়ী শাহজাদী ফারজানা ওরফে ববি হত্যা মামলায় এক ব্যক্তিকে ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান সোমবার দুপুরে এ রায় প্রদান করেন।

এ সময় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি হলেন মজিবর রহমান লিখন (২৮)। তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।

খালাসপ্রাপ্তরা হলেন- লিখনের স্ত্রী শারমিন আক্তার বৈশাখী, বন্ধু হেলাল উদ্দিন হেলাল, রহুল আমিন রুবেল ও আতাই।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ মার্চ সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কালিশংকরপুরের নিজ বাড়ি ফারজানার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফারজানার স্বামী মোল্লা সামস ওরফে তনু কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় শহরের কমলাপুর এলাকার মজিবর রহমান লিখন ও তার স্ত্রী বৈশাখীকে। পরে র‌্যাবের অভিযানে লিখন ও বৈশাখী আটক হলে তাদের স্বীকারোক্তিতে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, এপিপি এ্যাডভোকেট শামস তানিম মুক্তি।

পিপি অনুপ কুমার নন্দী বলেন, ‘রায়ে প্রমাণিত হল অপরাধী অপরাধ করে পার পায় না।’ তিনি জানান, জরিমানার পাঁচ লাখ টাকা নিহতের দুই কন্যা রোজ ও রূপন্তী পাবেন।

নিহত ফারজানার দুটি কন্যা সন্তান আছে। বড় মেয়ে রোজ ও ছোট মেয়ে রূপন্তী।

রূপন্তী জানান, আসামি লিখনের ফাঁসির রায়ে তার পরিবার খুশি। তাদের দাবি ফাঁসি দ্রুত কার্যকর করা হোক।

Print Friendly, PDF & Email