April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মোদির কাছে নির্বাচন নিয়ে নালিশ করবে না বিএনপি

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে অভিযোগ করবে না বিএনপি। তবে বিএনপি চেষ্টা করবে মোদির কাছে নতুন নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরতে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ বিষয়টি জানা গেছে।

রাজধানীতে আজ রবিবার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছয় থেকে আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা জানান, মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে প্রধানত বিএনপি ও বিজেপির মধ্যে সম্পর্ক শক্তিশালী করার প্রতি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ‘দল দুটির মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান আছে। বৈঠকে আলোচনা হবে কী করে এ সম্পর্ককে আরও গভীর করা যায়।’

বিএনপির ওই শীর্ষ নেতা বলেন, ‘বৈঠকে দশম সংসদ নির্বাচন নিয়ে তার (মোদি) কাছে অভিযোগ করার চেষ্টা করা হবে না। বরং আমরা আলোচনা করব বাংলাদেশে নতুন নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে।’

তিনি বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। ভারত ও পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নির্ভর করে বাংলাদেশের স্থিতিশীলতার ওপর। ’

তিনি জানান, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, ২৮ এপ্রিলে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন এবং ক্ষমতাসীন দল দ্বারা সরকার বিরোধীদের নির্যাতনের বিষয়গুলো বৈঠকে আলোচিত হতে পারে।

তিনি বলেন, ‘পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে একটি তথ্যচিত্রও দিতে পারি।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু জানান, বিএনপির দাবি খুব স্পষ্ট ও যৌক্তিক। তিনি বলেন, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই হওয়া উচিত। আমি মনে করি ভারতের সরকারও এ বিষয়ে সচেতন। আমরা আশাকরি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে কথা বলবেন।’

বিএনপির আরেক নেতা জানান, নরেন্দ্র মোদির একান্ত বৈঠক করতে চাইতে পারেন খালেদা জিয়া। একান্ত বৈঠকে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে চাইবেন।

তিনি জানান, ভারত যদি জামায়াতের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে বলে তাহলে বিষয়টি ইতিবাচকভাবেই নেবেন বিএনপি চেয়ারপারসন।

ওই নেতা বলেন, ‘খালেদা জিয়া স্থল সীমান্ত চুক্তির স্বাক্ষরের জন্য মোদিকে ধন্যবাদ জানাবেন এবং তিস্তা চুক্তির বিষয়টি বৈঠকে তুলে ধরবেন।’

Print Friendly, PDF & Email