April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মালালার ওপর হামলাকারী সকলের বিচার নিশ্চিত করুন: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক : বিশ্বের কনিষ্ট নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ী সকলকে বিচারের আওতায় আনা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ পাকিস্তান বিষয়ে এক ব্রিফিয়ে এ আহ্বান জানান।
হার্ফ বলেন, “আমরা পুরোপুরিভাবে চাই ওই দায়ী ব্যক্তিরা বিচারের আওতায় আসুক। আমরা এ মামলা এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি বারবার আহ্বান জানিয়েছি।

মিসেস হার্ফ বলেন, “যুক্তরাষ্ট্র সরকার এ মামলার অধিকতর তথ্য পেতে চেষ্টা করছে এবং সম্ভবত ওই তথ্য পেলে এ বিষয়ে আরও কথা বলবে।”

মালালা ইউসুফজাই (১৭) ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের সোয়াটে বাসে করে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে গুলিবিদ্ধ হন।

এ মামলায় এপ্রিল মাসে সন্ত্রাস বিরোধী আদালতে গোপন বিচারে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পরে আশ্চর্যজনকভাবে বলা হয়, প্রকৃতপক্ষে এ ১০ জনের মধ্যে আটজন খালাস পেয়েছেন। তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেছে পুলিশ।

তবে ওই আট আসামি অন্যান্য অভিযোগে এখনো বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন।

Print Friendly, PDF & Email