May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকেশ্বরী মন্দিরে যা করলেন মোদি

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের ঢাকা সফরে প্রার্থনা করার জন্য রোববার সকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটে সোনারগাঁও হোটেল থেকে মোদি ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান। এ সময় মোদিকে স্বাগত জানান ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি।

মন্দিরে পৌঁছানোর পরপরই ঢাকের শব্দ বেজে ওঠে। সেখানে পূজা অনুষ্ঠানে যোগ দেন মোদি। পূজা পরিচালনা করেন প্রদীপ চক্রবর্তী। এরপর মোদিকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাকে শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেয় পূজা কমিটি। এরপর মন্দিরের চারপাশ ঘুরে দেখেন তিনি।

এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকেও মোদির হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মোদি মূল মন্দিরে পূজা দেওয়ার পর পাশের শিব মন্দিরে যান এবং সেখানে পূজায় অংশ নেন। মন্দিরের সেবায়েতদের সঙ্গে তাকে হাত মেলাতে ও কুশল বিনিময় করতেও দেখা যায়। ঢকেশ্বরী মন্দিরে ১৬ মিনিট কাটিয়ে মোদির গাড়িবহর ছোটে ঢাকার রামকৃষ্ণ মিশনের দিকে।

Print Friendly, PDF & Email