April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কমছে শেয়ারবাজারভুক্ত কোম্পানির কর হার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারকে চাঙ্গা করতে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হচ্ছে।

প্রস্তাবিত অর্থ আইন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান কর হার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। তবে সমবায় সমিতিকে করের আওতায় আনা হচ্ছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর হার ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হচ্ছে। অন্যদিকে নন-পাবলিক ট্রেডেড কোম্পানির করহার ৩৫ শতাংশ বহাল থাকছে।

তবে, করপোরেট কর হার অপরিবর্তিত থাকছে মার্চেন্ট ব্যাংক, সিগারেট প্রস্তুতকারক কোম্পানি ও মোবাইল অপারেটরদের। অর্থাৎ মোবাইল অপারেটর কোম্পানি ও সিগারেট প্রস্তুতকারকদের ৪৫ শতাংশ হারেই করপোরেট কর দিতে হবে।

এছাড়া নতুন অর্থবছরে সমবায় সমিতি আইন ২০০১ অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতিকেও ১৫ শতাংশ হারে কর দিতে হবে।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিট থেকে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। নবমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন তিনি।

Print Friendly, PDF & Email