April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেক্সিকো উপকূলে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় আন্দ্রেজ

বিদেশ ডেস্ক : প্রশান্ত মহাসাগরে মৌসুমের প্রথম ঝড় আন্দ্রেজ শনিবার ঘনীভূত হয়ে ২ ক্যাটাগরির হারিকেনে রূপ নিয়েছে। ঝড়টি মেক্সিকো উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে।
মেক্সিকোর জাতীয় আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে।

আবহাওয়া বিভাগ আরো জানায়, ঝড়ের প্রভাবে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ দেখা দিতে পারে।

ক্যাটাগরি ২ এ রূপ নেয়া ঝড় আন্দ্রেজ ঘন্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১৬৫ কিলোমিটার।

আবহাওয়া বিভাগ জানায়, গুয়েরোরো, মিকোয়াসান ও জালিস্কো রাজ্যে ঝড়টি ‘সবচেয়ে বেশি শক্তিতে’ আঘাত হানতে পারে। সমুদ্রে নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টি রাতে মেক্সিকো উপকূল থেকে কোলিমা রাজ্যের দিকে ৩৫ কিলোমিটার অগ্রসর হবে।

Print Friendly, PDF & Email