May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে মন্ত্রিসভায় প্রটোকল অনুসমর্থন

নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ২০১১ সালে স্বাক্ষরিত প্রটোকল অনুসমর্থন করেছে মন্ত্রিসভা। স্থল সীমান্তের মূল চুক্তিটি সম্প্রতি ভারতের অনুমোদন পাওয়ায় ইতোমধ্যে স্বাক্ষরিত প্রটোকলটি মন্ত্রিসভায় উপস্থাপন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ প্রটোকল অনুসমর্থনের কথা জানান।

তিনি বলেন, অনুসমর্থন পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এলে প্রটোকলের ‘একচেঞ্জ অব ইন্সট্রুমেন্ট’ হবে।

বৈঠকে প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা), আইন-২০১৫ এবং প্রতিরক্ষা কর্মবিভাগ (আইন সংশোধন), আইন-২০১৫’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, আইন দু’টি ইংরেজি থেকে বাংলায় পরিবর্তন করা হয়েছে।

Print Friendly, PDF & Email