May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যৌন নিপীড়ন: জাবিতে ৫ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পহেলা বৈশাখে যৌন হয়রানির ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইমতিয়াজ বিজয়, শহীদ সালাম-বরকত হল শাখার প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নাফিজ ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ৪৩তম ব্যাচ), আব্দুর রহমান ইফতি (নৃবিজ্ঞান, ৪৩তম ব্যাচ) ও নুরুল কবির (নৃবিজ্ঞান, ৪৩ তম ব্যাচ)।

উল্লেখ্য, গত পহেলা বৈশাখে রাত সাড়ে সাতটার দিকে সহপাঠীর সঙ্গে হলে ফেরার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরবর্তীতে বিচার চেয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন।

Print Friendly, PDF & Email