April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাদাম তুসোয় মেসি

ক্রীড়া ডেস্ক : মাদাম তুসোয় উন্মোচন করা হয়েছে লিওনেল মেসির মোমের মূর্তি৷ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিখ্যাত এই যাদুঘরে আর্জেন্টিনার জার্সি গায়ে শোভা পাচ্ছেন তিনি৷ দীর্ঘ ৪ মাস ধরে সূক্ষ্ণ কাজ শেষে গতকাল বুধবার এ ফুটবল যাদুকরের মূর্তি উন্মোচন করা হয়।

গত বছর ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ফাইনালে খেলেছিল ডিয়েগো ম্যারাডোনার দেশ৷ সেই ম্যাচকে মাথায় রেখেই মেসির মূর্তি তৈরি করা হয়েছে৷

মোমের ছাঁচে মেসিকে নিখুঁত আকার দিতে গত ৪ মাস ধরে বার্সা তারকার ছবি ও ভিডিও ফুটেজ দেখে এবং ২৫০ বারের বেশি মাপ নিয়ে মূর্তি তৈরির কাজ করেছেন স্থাপত্যশিল্পী৷

মেসির মোমের মূর্তিটি যাদুঘরের গ্যালারির একটি বিশেষ ক্রীড়া বিভাগে রাখা হবে। সেখানেই ট্রেডমার্ক স্টাইলে প্রিয় তারকাকে দর্শন করতে পারবেন পর্যটকরা।

এর আগে একই স্থানে রাখা হয়েছে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলির মূর্তিও।

Print Friendly, PDF & Email