April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ট্রাফিক পুলিশে হিজড়া নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক :পুনর্বাসনের লক্ষ্যে আগামী বছর থেকে ট্রাফিক পুলিশ হিসেবে হিজড়াদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত হিজড়ারা চাকরির সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

সচিবালয়ে মঙ্গলবার অর্থমন্ত্রী এএমএ মুহিতের সভাপতিত্বে সোস্যাল সেফটি নেট’এর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয় নির্ধারণসহ তাদের শিক্ষিত করে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে ট্রাফিক পুলিশ হিসেবে হিজরাদের নিয়োগ দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে আরও বলা হয়, তবে সরকারের আরো বিশ্লেষণের পর নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। বৈঠকে হিজড়াদের ৮০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার বিষয়ে একমত হবার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০১৩ সালে হিজাড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়াও তাদের শিক্ষা ও অন্যান্য অধিকারের বিষয়ে প্রাধান্য দেয়া হয়। যদিও এখন পর্যন্ত হিজড়াদের অধিকারের বিষয়ে সরকার নিশ্চয়তা দিতে পারেনি বলে অভিযোগ রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০১৩ সালের এক জড়িপ থেকে জানা যায়, বাংলাদেশে ১০হাজার হিজড়া রয়েছে।

Print Friendly, PDF & Email