April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ চারজনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি : জেলার পাচুয়া গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক।

জনাকীর্ণ আদালতে মঙ্গলবার দুপুরে বিচারক মো. ফজলে এলাহি ভূঞা এ আদেশ দেন। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামিরা।

মামলার বিবরণে প্রকাশ, গাজীপুর মহানগরের পাচুয়া গ্রামের আবু আইয়ুব লালনের পরকীয়ায় বাধা দেওয়ার কারণে ২০০৮ সালের ৫ নভেম্বর রাতে স্ত্রী মোরশেদাকে ধারাল অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। এ কাজে লালনকে সহযোগিতা করেন তার তিন বন্ধু। একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোরশেদার মৃত্যু হয়। এ সময় মোরশেদা চারমাসের অন্তসত্ত্বা ছিলেন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় নিহতের চাচা মো. শওকত আলী বাদী হয়ে স্বামীসহ চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন হানিফ, মুল্লুক ও রানা। এদের মধ্যে হানিফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। বাকিরা পরবর্তীতে আটক হয়।

মামলার দীর্ঘ তদন্ত শেষে সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানীর পর আদালত সকল আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সাথে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

Print Friendly, PDF & Email