May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৩০০ রোহিঙ্গাকে ফের সাগরে ফিরিয়ে দিল থাইল্যান্ড

বিদেশ ডেস্ক : প্রায় ৩০০ অবৈধ অভিবাসীবাহি একটি নৌকাকে সাগরে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ডের নৌবাহিনী। গত এক সপ্তাহ ধরে নৌকাটি থাইল্যান্ডের উপকূলে ছিল। ওই নৌকার যাত্রীর সবাই বাংলাদেশি ও মিয়ানমা‌‌‌রর নাগরিক।

বিবিসির এক খবরে বলা হয়েছে থাই নৌ সেনারা তাদের ইঞ্জিন ঠিক করে দিয়েছে। একইসঙ্গে তাদের খাবার দিয়ে ফের সাগরে পাঠিয়ে দিয়েছে।

যদিও কর্তৃপক্ষের দাবি অবৈধ অভিবাসীরা থাইল্যান্ড থাকতে চায়নি। বরং তারা মালয়েশিয়ায় যেতে সহায়তা চেয়েছিল।

10408487_824737297595653_3941761594459980794_nওই নৌকার আরোহীদের মধ্যে ১০ জন মারা গেছেন বলে জানা গেছে। নারী, পুরুষ, শিশু গাদাগাদি করে সেটিতে আছেন। দুই মাস ধরে তারা এ ট্রলারে রয়েছেন। কিন্তু কয়েক দিন আগে নৌকার চালক ও কর্মচারীরা ইঞ্জিন অকেজো করে পালিয়ে গেলে পরিস্থিতি সঙ্গিন হয়ে পড়েন।

থাই সেনাবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ভিরাপং নাকপ্রাসিত বলেন, তারা থাইল্যান্ডে আসতে চায় না। মালয়েশিয়া যেতে চায় । এজন্য আমরা তাদের ইঞ্জিন ঠিক করে দিয়েছি। একইসঙ্গে মানবিক দিক বিবেচনা করে তাদের খাবার ও পানি দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটা পুশব্যাক নয়। কারণ তারা অন্যদেশের যেতে চায়। এবং মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের সহায়তা করেছি।

11218923_824737300928986_7573904260891510278_n

Print Friendly, PDF & Email