April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মহাজাগতিক যোগাযোগ শীর্ষক বিজ্ঞান আলোচনা

চট্টগ্রাম প্রতিনিধি : সন্দ্বীপে মহাজাগতিক যোগাযোগ Cosmic Meeting (cosmeet) শীর্ষক বিজ্ঞান আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ডিসকাশন প্রজেক্টের কর্ণধার, বিজ্ঞান বক্তা লেখক ও গবেষক আসিফ এ সংক্রান্ত আলোচনা করেন।

সন্দ্বীপের সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংগঠন শঙ্খচিল আড্ডার আয়োজনে সেমিনারে স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সভায় আসিফ বলেন, “মহাজাগতিক সংযোগ হচ্ছে- ২টি ভিন্ন নক্ষত্রের গ্রহের বুদ্ধিবৃত্তিক প্রাণের মধ্যে যোগাযোগ। এক অর্থে এই যোগাযোগকে আমাদের পৃথিবীর দুটি অঞ্চলের যোগাযোগের সঙ্গে মৌলিক ভাবে কোন পার্থক্য নেই। সম্ভাবনাময় এ সন্দ্বীপের মানুষকে বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য আমি বারবার সন্দ্বীপ আসি। কারণ পৃথিবীর অনেক সভ্যতা দ্বীপের মধ্য হতে সৃষ্টি হয়েছিল।”

আব্দুর রাজ্জাক ও হিমাংশু করের সহযোগিতায় সেমিনারটি সমন্বয় করেন শঙ্খচিল আড্ডার সমন্বয়ক সুফিয়ান মানিক ও বাদল রায় স্বাধীন।

Print Friendly, PDF & Email