April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফালুর জামিন প্রশ্নে বিব্রত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে বাড্ডা থানায় পুলিশের দায়ের করা মামলায় ফালুর জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিব্রত হন।

আদালতে বেসরকারি টেলিভিশন এনটিভির এই ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিমকোর্ট বারের সভাপিত খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল। তাদেরকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।

প্রসঙ্গত, ২০ দলের ডাকা হরতাল অবরোধের সময় নাশকতার অভিযোগে ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার একজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Print Friendly, PDF & Email