April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, যুবকের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে লেদা বিওপি চৌকির সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে হ্নীলা নয়াপাড়া স্লুইস গেট সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের এ ইয়াবা উদ্ধার করা হয়।
৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি জওয়ানরা নাফনদী এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা আপাতত ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে। পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।
যুবকের কারাদণ্ড: টেকনাফে ইয়াবাসহ আটক মো. আকবর (৩২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আকবর টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়া এলাকার মৃত হারুনের ছেলে।
দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার মো. আবুল কাশেম জানান, বুধবার বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাসে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ কাশেমকে আটক করা হয়। পরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাশেমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
Print Friendly, PDF & Email