April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ডিভোর্স নারীদের ওপর বেশি প্রভাব ফেলে

লাইফস্টাইল ডেস্ক : ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের সাথে সম্পর্কীত নারী-পুরুষ সবার জন্যই  শব্দটি মর্মবেদনার সমার্থক। নারী-পুরুষ উভয়ে এই ধরণের ঘটনায় প্রায় সমান ভুক্তভোগী। তবে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, দম্পতিদের মধ্যে একজনের ওপর এর জৈবিক এবং মানসিক প্রভাব বেশি পড়ে।

গবেষণায় দেখা যায়, ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের ঘটনায় পুরুষের চাইতে নারীরাই এ ঘটনায় অধিক প্রভাবিত হয়ে থাকেন। বিবাহবিচ্ছেদের শিকার হওয়া নারীরা বিবাহিতদের চাইতে বেশি মাত্রায় হার্ট এ্যাটাকের ঝুঁকিতে থাকেন।

এছাড়া, যেসব নারীর জীবনে দুইয়ের অধিক বিবাহবিচ্ছেদের ঘটনার সম্মুখিন হয়েছেন, তাদের অধিকাংশেরই প্রায় হার্ট এ্যাটাকের অভিজ্ঞতাও নিতে হয়েছে।

এমনকি, বিচ্ছেদের চাপ সামলে নিতে পারলেও অনেক নারীই ভয়াবহ অভিজ্ঞতার ধকল ভুলতে পারেন না এবং দ্বিতীয় বিয়ের ঝুঁকিও নিতে চান না। এর ফলে তাদের নানারকম স্বাস্থ্যজনিত সমস্যাও দেখা যায়।

মেডিসিনের এ্যাসোসিয়েট প্রফেসর মেথিউ ডুপ্রে বলেন, বিবাহবিচ্ছেদ জীবনের ওপর বয়ে যাওয়া একটি ধকল। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এর পরিণতিতে নানা ধরণের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়।

Print Friendly, PDF & Email