May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এক মামলায় গয়েশ্বরের জামিন

নিজস্ব প্রতিবেদক : তুরাগ থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গয়েশ্বরের জামিন বহাল থাকবে।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

গয়েশ্বরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

গত বছরের ২৬ ডিসেম্বর নাশকতার অভিযোগে গয়েশ্বর চন্দ্র রায়কে এক নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। ওইদিনই তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

Print Friendly, PDF & Email