May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্থলসীমান্ত চুক্তি ভারতের মন্ত্রিসভায় অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তির বিলটি ভারতের মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ চুক্তিটি অনুমোদন পায়। মঙ্গলবার পিটিআইয়ের বরাত দিয়ে ভারতের জি-নিউজ এ তথ্য জানিয়েছে।

এ চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত ১৬১ টি ছিটমহল বিনিময় করবে। চুক্তিটি পাশ করতে হলে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজনও রয়েছে। এ লক্ষ্যে আজ ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্য সভায় একটি সংবিধান সংশোধনী বিল আনা হতে পারে।

সম্প্রতি ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আসামকে বাদ দিয়ে স্থলসীমান্ত চুক্তি করতে আগ্রহী ভারত। এ খবর প্রকাশের পর কংগ্রেস এ বিলের বিরোধিতা করবে বলে জানায়। তবে শেষ পর্যন্ত আসামকে বাদ দিয়ে স্থল সীমান্ত চুক্তিটি মন্ত্রিসভায় পাশ হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে বিজেপি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অপরিবর্তিতভাবেই স্থলসীমান্ত চুক্তিটি মন্ত্রিসভায় পাশ হয়েছে। বিজেপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে, মন্ত্রিসভার অনুমোদন নিয়ে কাল বুধবার সীমান্ত বিলটি অপরিবর্তিতভাবেই রাজ্যসভায় পাস করানোর পর বৃহস্পতিবার লোকসভায় পাস করানোর চেষ্টা হবে।

এর আগে ২০১৩ সালে কংগ্রেস সরকারের সময়ে বিলটি রাজ্যসভায় উত্থাপন করা হয়েছিল। বাংলাদেশ-ভারত ১৯৭৪ সালে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর করে। ওই বছরই বাংলাদেশ চুক্তিটি অনুস্বাক্ষর করে। কিন্তু ভারত গত ৪০ বছরেও চুক্তিতে অনুস্বাক্ষর করেনি।

Print Friendly, PDF & Email