September 19, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।

এস.এম.ফয়জুল্লাহ শহিদ, দুবাই, ইউএই: সুগন্ধির জগতে রাজত্বভাগে অধিষ্ঠিত জনপ্রিয় ও সুপ্রসিদ্ধ ব্রান্ডের নাম “আল-হারামাইন পারফিউমস”। বাংলাদেশের গর্ব এই ব্রান্ড কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের আজমান এ প্রবাসীদের সম্মানে আয়োজন করেন মুখরিত এক ইফতার মাহফিলের। রবিবার ২৩ই মার্চ কোম্পানির নিজস্ব ফ্যাক্টরীতে আয়োজিত এ ইফতার ও দো’আতে প্রায় সাত হাজারের অধিক প্রবাসী শ্রমিক, বনিক, ও নানা দেশের গণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববর রহমান, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও আমিরাতের মান্যগণ্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত হয়ে নিজেদের আত্মতৃপ্তির কথা ব্যাক্ত করেন।

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন এত সুন্দর আয়োজন শুধু ইফতার নয় বরং কুটনৈতিক সম্পর্ক উন্নয়নেও প্রবাসে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

উপস্থিত সাংবাদিক সহ সাধারণ প্রবাসীরা প্রতিমন্ত্রীকে পেয়ে নানা প্রশ্ন ও দাবী করে থাকেন যাঁর উল্লেখযোগ্য হল বিমানের আবুধাবী রুটে বড় ফ্লাইট,ঈদে রেমিটেন্সবৃদ্ধিতে প্রনোদিত করণ, বিমানের কিছু বিমাতৃসুলভ আচরণ ও প্রতিনিয়ত এয়ারপোর্টে হয়রানী – ভোগান্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ ঈদে- ছুটিতে ঘরে ফেরা প্রবাসির জন্য সুলভ মূল্য টিকেটের বিমান , জবাবে দেখব দেখব প্রতিশ্রুতিতে প্রতিমন্ত্রী ক্ষ্যন্ত হন।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন,
আল- হারামাইন পারফিউমের পক্ষ থেকে এমন ইফতার বেশ ক’বছর ধরেই করে আসছেন।

কোম্পানির চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির (সিআইপি) বলেন ; অসহায় শ্রমিক ও সাধারন প্রবাসীদের সুখে- দুঃখে সব সময় আল হারামাইন গ্রুপ পাশে আছে -থাকে – ও ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email