নওগাঁ পত্নিতলা প্রতিনিধি: শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে নওগাঁর পত্নীতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭ই মার্চ ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিনটি পালনের শুরুতেই রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।এছাড়া পত্নীতলা সদর নজিপুর পৌরসভার সরদার পাড়া মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে হলরুমে ১৭ই মার্চ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য’- শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরী বাবু, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ,পত্নীতলা থানা ওসি (তদন্ত)সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ,পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ খালেক চৌধুরী, সভাপতি আবুল কালাম আজাদ,পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী,পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন চৌধুরী,পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলীপ চোহান, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেফালী খাতুন, পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধাগন,বাংলাদেশ প্রেস ক্লাব পত্নীতলা উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ, অন্যান্য প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থী ও সূধীজন প্রমূখ।
এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত