May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আবারও প্লাবিত বান্দরবান, পাহাড়ধসের আশঙ্কা

বান্দরবান প্রতিনিধি: জেলায় দুই দিনের টানা বর্ষণে আবারও বন্যা দেখা দিয়েছে। এলাকার নিম্নাঞ্চলের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আশঙ্কা দেখা দিয়েছে পাহাড়ধসের। প্লাবিত এলাকাসহ আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে।

বৃহস্পতিবার সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

অবিরাম বর্ষণ অব্যাহত থাকায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বিভিন্ন ঝিরি ছড়া দিয়ে প্রবেশ করায় বান্দরবান শহরের উজানী পাড়া, মধ্যম পাড়া, ওয়াবদা ব্রীজ, শেরেবাংলা নগর, ইসলামপুর, অফিসার্স ক্লাব, সাঙ্গু নদীর তীরসহ কয়েকটি এলাকা এবং লামা উপজেলার বাসষ্টেশন ও আশপাশের প্রায় দুই হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। প্লাবিত এলাকার লোকজন বিভিন্ন স্কুলে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।

এদিকে টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। এভাবে বর্ষণ অব্যাহত থাকলে যে কোনো সময় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে শহরে প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

Print Friendly, PDF & Email